গঠনতন্ত্র

AWA এর মূলনীতিমালা সমূহ:

১। উক্ত কমিটির মেয়াদ ৩ (তিন) বছরের জন্য নির্ধারিত অর্থাৎ আগামী  ২০২৪-২০২৬ইং  সাল পর্যন্ত বলবৎ থাকবে।

২।  প্রতি ৩ বছর পর পর নতুন কমিটি গঠন করা হবে।

৩।  সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটি অলাভজনক সংঘ।

৪। পুরোটাই  অফেরত যোগ্য এককালীন মুক্ত হস্তে দান।

৫। অত্র সংঘের অর্থ হত দরিদ্রদের মৌলিক চাহিদা গুলো নিয়ে কাজ করবে।

৬।  বিনামূল্যে মুমূর্ষ রোগীকে রক্তদান কর্মসূচি ।

৭। পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে সকল সদস্যকে শারীরিক-মানসিক ও মেধা দানের মাধ্যমে প্রগতিশীল বা সৃজনশীল নতুন নতুন কল্যাণমূলক তথ্য সংগ্রহ করে কাজ করাতে হবে ।

৮। নতুন সদস্য পদ লাভ করতে হলে সংস্থা বরাবর আবেদন করতে হবে সেখানে কমিটির অনুমোদন লাগবে। বয়স সীমা ১৮ বছরের ওপরে সাথে এন আই ডি কার্ড এর ফটোকপি ও ছবি লাগবেএবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকলে সদস্যপদ লাভ করতে পারবেনা।

৯। কোন সদস্য একা আইন বা নিয়ম করতে পারবেনা।

১০। সদস্যের বাইরে কোন মানুষ প্রভাব বিস্তার করতে পারবে না তবে কোন ভালো মতামত শুনে সিদ্ধান্ত নেবে কমিটি ।

১১। এই সংস্থার কোন বিষয় নিয়ে কাহারো শহীদ অহেতুক তর্কে জড়ানো যাবে না।

১২। প্রতিবছর রমজান মাসে সকল সদস্য তাদের সাধ্যমত অবশ্যই সংস্থায় অনুদান জমা দিবে হবে এবং সারা বছর যে কেউ অনুদান দিতে পারবে ।

১৩। প্রতিমাসের শেষে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অনুষ্ঠিত হবে এবং দুই ঈদে স্পেশাল মিটিং অনুষ্ঠিত হবে সাক্ষাতে যারা এলাকায় আসবে তাদের নিয়ে প্লাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে ।

১৪। বিশেষ মুহূর্তেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং হতে পারে যেমন: প্রাকৃতিক দুর্যোগে ,মহামারী, একটি মুমূর্ষু মানুষ মেডিকেলে আছে তাকে বাঁচানোর জন্য আর্থিক বা শারীরিক সহযোগিতা করা।

১৫। কোন সদস্য সংস্থা বা সদস্যদের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ করলে কমিটির সিদ্ধান্তে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে

১৬। একটি যৌথ একাউন্ট থাকবে এবং একটি মোবাইল নাম্বার থাকবে ।

১৭। সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে নীতিমালার পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে ।

১৮। সম্পূর্ণ সুদমুক্ত মানবতার কল্যাণে এই সংস্থ কাজ করে যাবে।