সভাপতির বানী

আসসালামু আলাইকুম,  বাংলাদেশের শান্তি প্রিয় জেলা রাজশাহীর অন্তর্গত বাঘা উপজেলা মনিগ্রাম ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত আটঘরী গ্রামে অন্যতম সমাজ সেবা সংগঠন-আটঘরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অত্র অঞ্চলের বহুমুখী প্রকল্প বাস্তবায়নে আলোকিত বর্তিকা স্বরূপ। সফল ও জ্ঞানী-গুণী ব্যক্তিত্বের জীবনের ভীত রচনায় অত্র সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এমনই একটি সামাজিক কল্যাণমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি অত্র সংগঠনের সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর পরিপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের একাত্বতা ও সহযোগিতা কামনা করছি। এতদসত্ত্বে সুদক্ষ পরিচালনা পর্ষদ ও সভাপতি কর্তৃক পরিচালিত অত্র সংগঠনের যে কোন কার্যক্রমে আপনাদের পরামর্শ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এই সংগঠনটি একটি সেবামূলক সংস্হা/প্রতিষ্ঠান। সংগঠনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্যে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মনুষ্যত্বের উন্মোষ ঘটানো একজন মানুষের পরিপূর্ণ বিকাশে, সভাপতি, সহ-সভাপতি, পরিচালনা পর্ষদ,নীতি নিধারক সংশ্লিষ্ট চেষ্টার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত আবশ্যক। পরিশেষে বলতে চাই, “মানবতার কল্যাণে আমরা” আটঘরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সঠিক পথে পরিচালিত করে দায়িত্ববোধ সম্পন্ন, আদর্শবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার।

মোঃ ফজলুল হক

সভাপতি

আটঘরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন